মাদক মামলায় শাহজাহানপুরের মমিনের মৃত্যুদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোহাম্মদ মমিন নামের এক যুবকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত মমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চরদুর্লভপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
সরকারী আইনজীবী  আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৭ সালের ২৩’ডিসেম্বর ভোর রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর সুজনপাড়া গ্রামে সড়কে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালায়। এসময় এক কেজি একশ গ্রাম হেরোইনসহ মমিনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় ওই দিনই র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ২৭’ জানুয়ারী আদালতে মোমিনকে একমাত্র অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৯-১৯


from Chapainawabganjnews https://ift.tt/31xKLmm

September 18, 2019 at 02:51PM
18 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top