মুম্বাই, ১৯ সেপ্টেম্বর- এক গানে ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন ভারতের রানাঘাট স্টেশনের পাগলি রানু মন্ডল। এরপর তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। বলিউডের ছবিতে সঙ্গীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে তিনটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এবার রানুর সঙ্গে গাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী কুমার শানু। সম্প্রতি কলকাতায় নিজের অ্যালবাম খেয়ালি দিন- এর প্রকাশ অনুষ্ঠানে এসে কুমার শানুর মুখেও উঠে এলো রানুর প্রসঙ্গ। এক সাক্ষাৎকারে কুমার শানু বলেন, আমি সত্যিই রানু মণ্ডলের কণ্ঠে মুগ্ধ। ঠিকঠাকভাবে প্রস্তাব পেলে তার সঙ্গে দ্বৈত গান করতে চাই। গত ২০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লতা মঙ্গেশকরের গাওয়া এক প্যায়ার কা নগমা হ্যায় গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু মন্ডল। একমাসে গানটির ভিউয়ারের সংখ্যা প্রায় কোটি ছুঁয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণী শিল্পীরা তার গায়িকার প্রশংসায় পঞ্চমুখ। আর/০৮:১৪/১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ieis4X
September 19, 2019 at 05:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top