ভিক্টোরিয়া কলেজকে বিশ্ববিদ্যালয় করতে জাতীয় সংসদে প্রস্তাব রাখবো

“রক্তে কেনা বাংলায়, মাদক জঙ্গীর ঠাই নাই” এই শ্লোগানে কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করতে জাতীয় সংসদে প্রস্তাব রাখবো।

আগেও এ নিয়ে জাতীয় সংসদে কথা বলেছি, তিনি বলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি কলেজ এখানে ২৫ হাজার ছাত্র-ছাত্রী লেখাপড়া করে, তাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বিশ^বিদ্যালয় করতে আবারো সকলের সাথে কথা বলবেন বলে জানান তিনি।

শুক্রবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) এর আয়োজনে ও জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় কলেজ অডিটরিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের উদ্বোধন হয়।


জঙ্গীবাদ বিরেধী বিতর্ক প্রতিযোগিতা উৎসবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ মাইনউদ্দীন, ভিক্টোরিয়া কলেজের উপাদ্যক্ষ আবু জাফর খান, উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, আব্দুল্লাহ আল মামুন তানভীর সালেহীন ইমন ভিসিটির সভাপতি আনোয়ারুল আজিম, প্রতিযোগিতার ৩২ বিশ্ববিদ্যালয় অংশ নয়। বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ গ্রহন করবেন।



from Comillar Khabor – কুমিল্লার খবর https://ift.tt/2UH6Dcz

September 08, 2019 at 07:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top