মুম্বাই, ১৯ সেপ্টেম্বর - সম্প্রতি এক বন্ধুর পার্টিতে হাজির হন শিল্পা। সেখানে সবার সঙ্গে নাচতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, পার্টিতে নাচের মাঝে আচমকাই কয়েকজন প্লেট ভাঙতে দেখা যায়। ভাঙা প্লেটের টুকরোর ওপর দিয়েই নাচতে থাকেন সঙ্গীসহ শিল্পা। সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয় বলিউড অভিনেত্রীকে নিয়ে। দিনে যোগ ব্যায়াম করেন আর মাঝরাত পর্যন্ত মেতে থাকেন পার্টিতে। প্লেট- গ্লাস ভেঙে বন্ধুদের সঙ্গে নাচছেন। এসব মানায় না আপনাকে। এভাবে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না। এই কথা বলিউড তারকা শিল্পা শেঠির উদ্দেশে। সম্প্রতি এভাবে তার সমালোচনা হলো সোশ্যাল মিডিয়ায়। সমালোচনা করে আরো বলা হয়, যে দেশে এখনো অনেক মানুষ খাবার পান না, সেখানে শিল্পা কীভাবে অনর্থ টাকা নষ্ট করে প্লেট, গ্লাস ভাঙেন- তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এই ধরনের লজ্জাজনক কাজ করতে কি একটুও বাধলো না? পাশাপাশি শিল্পাকে সস্তাও বললেন কেউ কেউ। তবে এত আক্রমণের মুখে মন্তব্য করেননি শিল্পা। View this post on Instagram Break a plate.. saves washing up😅😂🤣Had soooo much fun tonight @opadubai , Thankyou my dearest @shirinmorani @oudaysingh. Soooo many laughs ,great energy , company and food . A Perfect night .Shattering all the negativity with the shattering of plates and dancing such a great concept .. to many more happy nights , Cheers, #Opa!! #gratitude #frienda #fabnight #dubaidiaries #foodie #love #opa #platebreaking #goodvibes #positivity A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on Sep 17, 2019 at 12:47pm PDT এন এইচ, ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QeQYm1
September 19, 2019 at 09:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top