মুম্বাই, ২৫ সেপ্টেম্বর - ২০০০ সালে বিশ্বের তিন সুন্দরী প্রতিযোগিতার মুকুট মাথায় তুলেছিলেন তিন ভারতীয় নারী। মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। প্রিয়াঙ্কা চোপড়া হয়েছিলেন মিস ওয়ার্ল্ড। আর দিয়া মির্জা মিস এশিয়া প্যাসিফিক। সে সময় সুন্দরীর মুকুট মাথায় তিনজনে একই ফ্রেমে বন্দি হয়েছিলেন। এরপর পেরিয়ে গেছে দুই দশক। এখনো সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তাঁরা। পুরনো সেই ছবির সঙ্গে তিনজনের এখনকার ছবির একটি কোলাজ সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লারা দত্ত। লিখেছেন, ওপরের সুন্দরীর মুকুট মাথায় তিনজনের ছবিটা আমার ভীষণ পছন্দের। তখনো ছিল, এখনো আছে। তারপর দিয়া মির্জা ও প্রিয়াঙ্কা চোপড়াকে ট্যাগ করে লিখেছেন, কিভাবে ২০টা বছর পেরিয়ে গেল! তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। আমাদের বন্ধন চিরদিন অটুট থাকবে। এন এইচ, ২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2n1IrEU
September 25, 2019 at 09:52AM
25 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top