চট্টগ্রাম, ০২ সেপ্টেম্বর- বর্তমান ক্রিকেট বিশ্বে পুরুষ টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট প্রাপ্ত বোলার লাসিথ মালিঙ্গা। এতোদিন এ তালিকায় শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। ৯৯ ম্যাচে ৯৮ উইকেট ছিল তার। তবে রোববার পাল্লেকেলেতে দুই উইকেট তুলে পাক প্রাক্তন ক্রিকেটারকে টপকে গেলেন মালিঙ্গা। ক্রিকেট ইতিহাস বলছে, রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে ৭৩ ম্যাচে ৯৭ উইকেট ছিল লাসিথ মালিঙ্গার। তবে নিজের প্রথম ওভারেই কলিন মুনরোকে ফিরিয়ে আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন তিনি। আর তৃতীয় ওভারে গ্র্যান্ডহোমকে প্যাভিলিয়নে পাঠিয়ে পৌছেন শীর্ষে। সে হিসাবে বর্তমান টি-২০ বিশ্বে সবচেয়ে বেশি উইকেট প্রাপ্ত বোলার এখন মালিঙ্গা। বর্তমান টি-২০ বিশ্বের সেরা বোলার মালিঙ্গা হলেও তাকে ছুঁতে বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। কারণ ইতোমধ্যে ৭২ টি ২০ ম্যাচে তুলেছেন ৮৮ উইকেট। তার পরের অবস্থানে রয়েছেন দুই পাকিস্তানি বোলার সাঈদ আজমল ও উমর গুল। দুজনের উইকেটই ৮৫টা করে। তারা যেহেতু আর খেলছেন না, তাই সাকিবকে টপকানোর ভয় নেই। তবে এই দুজনের পরে যে আছেন, তিনি বেশ তরতর করে এগোচ্ছেন। তিনি আফগান স্পিনার রশিদ খান। ৭৫ উইকেট পেতে মাত্র ৩৮ ম্যাচ লেগেছে তার। যে গতিতে এগোচ্ছেন, যেকোনো দিন সাকিব আর মালিঙ্গাকে ছুঁয়ে ফেলবেন হয়তো তিনি! রেকর্ড গড়ার এই দিনে শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি মালিঙ্গা। ডি গ্রান্ডহোম, টেলর ও ড্যারিল মিচেলের তোপে শ্রীলঙ্কার দেওয়া ১৭৫ রানের টার্গেট তিন বল হাতে রেখেই টপকে গেছে কিউইরা। সিরিজের পরবর্তী টি-টোয়েন্টি হবে আগামীকাল, ক্যান্ডিতে। আর/০৮:১৪/০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2lHMNjP
September 02, 2019 at 09:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top