ত্রিপুরা, ০২ সেপ্টেম্বর - ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ৯৮২ জন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার (২ সেপ্টেম্বর) বিধানসভা অধিবেশনের দ্বিতীয়দিন কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) নেতা ও বিরোধী দলীয় বিধায়ক রতন ভৌমিকের লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী। বিপ্লব কুমার দেব জানান, ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ৯৮২ জন আত্মহত্যা করেছেন। যারমধ্যে পুরুষ ৬৭৫জন ও নারী ৩০৭জন। এছাড়া এরমধ্যে ১৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে যৌতুকের জন্য, সবগুলোর জন্যই থানায় মামলা নথিভূক্ত করা হয়েছে। এরপর রতন কুমার ভৌমিক দুটি মৃত্যুর প্রসঙ্গ টেনে তা কী আত্মহত্যা না হত্যা জানতে চান? উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে তার হাতে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তথ্য নিয়ে পরে জানাবেন। এন এইচ, ০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kkjGTm
September 02, 2019 at 10:15AM
02 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top