নয়া দিল্লী, ১৯ সেপ্টেম্বরর- নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বসলেন। রাজ্যের নামবদলের প্রসঙ্গে আলচনা হতে পারে বলেই খবর পাওয়া গেছে। বহুচর্চিত পশ্চিমবঙ্গের নাম বদল নিয়েও তিনি বলেন যে, আমি আমার যা বক্তব্য জানিয়েছি। যেহেতু বাংলা নামের সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে আছে তাই এই নাম রেখে আর কিছু করা যায় কিনা সেই প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বলেছেন ভেবে দেখবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত যে রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই, এই বক্তব্যের পর তিনি আরও বলেন যে, আমি যতবার দিল্লিতে এসেছি স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দেখা করেছি। রাজনাথ সিং যখন দায়িত্বে ছিলেন তখনও আমি দেখা করে গেছি। আগামিকাল যদি সব ঠিক থাকে তাহলে অমিত শাহের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করব। আর/০৮:১৪/১৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IeldmS
September 19, 2019 at 10:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন