নয়াদিল্লী, ১৯ সেপ্টেম্বর - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ কীর্তি গড়েছেন বিরাট কোহলি। ৫২ বলে দায়িত্বশীল ৭২ রান করে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দেন তিনি। এ ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন ভারতীয় অধিনায়ক। দেশের হয়ে ৬৬ ইনিংসে ব্যাট করে ৫০.৮৫ গড়ে ঝুলিতে ২৪৪১ রান ভরেছেন বিরাট। এতে সতীর্থ রোহিত শর্মাকে টপকে গেছেন তিনি। ৮৯ ইনিংস খেলে ২৪৩৪ রান সংগ্রহ করেছেন হিটম্যান। স্বভাবতই তাকে ছাড়িয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এখন মেন ইন ব্লুদের লিডার। ম্যাচে রোহিত-বিরাট দুই ক্রিকেটারেরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রাজার সিংহাসনে থাকার সুযোগ ছিল। তবে অল্প রানে আউট হওয়ায় তা হয়ে ওঠেনি রোহিতের। রান তাড়া করতে নেমে মাত্র ১২ রানে আউট হন ভারতীয় সহঅধিনায়ক। অবশ্য রোহিতের সেই সুযোগ থাকছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট ও তার রানের পার্থক্য মাত্র ৭। বেঙ্গালুরুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বড় ইনিংস খেলতে পারলেই তাকে টপকে ফের শীর্ষস্থানে উঠে আসবেন তিনি। উল্লেখ্য, বুধবার মোহালিতে হাফসেঞ্চুরি হাঁকিয়ে আরও একটি রেকর্ড গড়েন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিক এখন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিয়ারে ২২তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নিয়েছেন ব্যাটিং মায়েস্ত্রো। এন এইচ, ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30uM8ko
September 19, 2019 at 10:20AM
19 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top