নয়া দিল্লী, ১১ সেপ্টেম্বর- সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। মাঠে তার পারফরম্যান্স ভাল হলেও মাঠের বাইরে এখনও তার জীবন স্বাভাবিক হয়নি। তবে শামির গ্রেফতারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। সোমবার শামির আইনজীবী সেলিম রহমান সংবাদ সংস্থাকে বলেন, দুমাসের জন্য শামির গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখা হয়েছে। শামির মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর। তার আগে বিষয়টি নিয়ে কোন আলোচনা হবে না। প্রসঙ্গত, শামির স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলা করেছিলেন। সেই মতো হাসিনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতের কাছে শামির গ্রেফতারি পরোয়ানা অথবা সমনজারি করার আবেদন করেছিলেন। তাঁর দাবি, বিচার প্রক্রিয়া চলাকালীন শামি কোন দিনই হাজির হননি। সেই আবেদনের প্রেক্ষিতেই শর্তসাপেক্ষ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ভারতীয় পেসারের বিরুদ্ধে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LrJ98g
September 11, 2019 at 06:35AM
11 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top