২০২০ ইউরো বাছাই পর্বের কসোভোর বিরুদ্ধে ৫-৩ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। প্রথম মিনিটে গোল হজম করলেও এর পরপরই গোল উৎসবে মেতে ওঠে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। মঙ্গলবার দিবাগত রাতে এ গ্রুপের ম্যাচটিতে সাউদ্যাম্পটনের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়াম থেকে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। ম্যাচের প্রথম মিনিটে গোল খেলেও ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি গ্যারেথ সাউথেগেটের শিষ্যরা। ৮ মিনিটে এভারটন ডিফেন্ডার মিচেল কিনের পাস থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রহীম স্টার্লিং। ১৯ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। ৩৮ মিনিটে আত্মঘাতি গোল হজম করে বসে কসোভো। বিরতিতে যাওয়ার আগে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বসেন সাঞ্চো। ৪৪ মিনিটে স্টার্লিয়ের পাস থেকে প্রথম গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে দ্বিতীয় গোল করেন এই বরুসিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার। তবে নাটকটা জমে ওঠে দুদল বিরতি থেকে ফেরার পর। ৪৯ মিনিটে দ্বিতীয় গোল করে কসোভোকে ম্যাচে ফেরাতে চেষ্টা করেন ভেলন বেরিশা। প্রথম গোলটিও করেছিলেন এই মিডফিল্ডার। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে কসোভোকে তৃতীয় গোল এনে সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LrArqH
September 11, 2019 at 06:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top