বার্বাডোজ, ৩০ সেপ্টেম্বর- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তবে মাত্র এক রানে হেরে যায় তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস। এবার দ্বিতীয় ম্যাচেও পারফর্ম করে দেখালেন, সেই সঙ্গে সেন্ট লুসিয়াকে বিদায় করে আসরের চতুর্থ দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করলো বার্বাডোজ। প্রতিপক্ষকে ২৪ রানে হারিয়েছে জেসন হোল্ডারের নেতৃত্বে দলটি। অবিশ্বাস্য এ জয়ে অবশ্য লেগস্পিনের ভেলকি দেখিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন হেইডেন ওয়ালশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বার্বাডোজ নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় জুকস। ১৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বার্বাডোজ বোলারদের তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে জুকসের ব্যাটসম্যানরা। বিশেষ করে শেষ দিকে ওয়ালশের ঘূর্ণিতে জয়ের আশা করলেও হেরেই মাঠ ছাড়তে হয়। সর্বোচ্চ ২৫ রান করতে পারেন কলিন ইনগ্রাম। ওয়ালশ সর্বোচ্চ ৪ উইকেট নেন হ্যারি গার্নি নেন ৩টি উইকেট। সাকিব ৪ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট দখল করেন। টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বার্বাডোজের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন ওপেনার জনসন চার্লস। ৩৬ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করেন তিনি। ২১ বলে দুটি চারে ২২ রান করেন সাকিব। আর জাস্টিন গ্রিভেসের ব্যাট থেকে আসে ২৭ রান। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2orO5AV
September 30, 2019 at 06:40AM
30 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top