মুম্বাই, ৩০ সেপ্টেম্বর- ভারতের বড় পর্দার বর্ষীয়ান অভিনেতা বিজু খোটে (৭৭) আর নেই। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মুম্বায়ের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের কালজয়ী সিনেমা শোলের কালিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন বিজু খোটে। তার মৃত্যুতে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৬৪ সালে মারাঠি সিনেমা ইয়া মালাকর মধ্য দিয়ে বিজু খোটেকের বড় পর্দায় অভিষেক ঘটে। তার উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে কুরবানি, কর্জ, নাগিনা, কেয়ামত সে কেয়ামত তাক ও আন্দাজ আপনা আপনাসহ অসংখ্য দর্শকনন্দিত সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি মিলিয়ে তিনশরও বেশি সিনেমায় বিজু খোটে অভিনয় করেছেন। নিয়মিত ছিলেন মঞ্চে অভিনয়েও। ২০১৮ সালে জানে খুন দে ইয়ারুন সিনেমায় তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে। এছাড়া গোলমাল ৩ (২০১০), অতিথি তুম কাব যাওগি (২০১০), ও আজব প্রেম কি গজব কাহানি (২০০৯) সিনেমাতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আর/০৮:১৪/৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nIPEdq
September 30, 2019 at 06:33AM
30 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top