ঢাকা, ২১ অক্টোবর- আল্লাহ ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে দেয়া একটি ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তাল সারাদেশ। এর প্রতিবাদ করে তৌহিদ মুসলিম নামের সাধারণ জনতা। যেখানে পুলিশের সাথে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটা দলের তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- শতকরা প্রায় ৯০% ইসলাম ধর্মাবলম্বী কট্টর মুসলিম প্রধান দেশ সুজলা সুফলা সবুজের ছায়ামূর্তি ধারক আমাদের বাংলাদেশ। আমাদের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। আমরা শান্তিপ্রিয় সম্ভ্রান্ত চেতনাধারী। বিবাদ, হানাহানি কিংবা খুন-খারাবি ইসলাম ধর্ম সমর্থন করে না বলেই বিশ্বব্যাপী শান্তির ধর্ম খ্যাতি পেয়েছে ইসলাম। সব ধর্মকেই সমান অধিকার দেওয়া হয় বাংলাদেশে, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সারাবিশ্বে। অথচ আমাদের দেশেই খ্রিষ্টীয় লেখক মাইকেল এইচ হার্টের করা বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মণিষীর জীবনীতে প্রথম স্থানে থাকা রহমতের নবী হযরত মোহাম্মদ (সা.) কে গালি দিবে অন্য কোনো ধর্মাবলম্বী কেউ, সেটা মুসলিম হয়ে আমর সইবো কিভাবে? কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ইসলাম ধর্ম শেখায় না, তাই বলে কি আমাদের ওপরই আঘাত পড়বে? আমরা এগুলো সইতে পারি না, কারণ আমরা আল্লাহ, তার রাসূল এবং ইসলাম ধর্মকে ভালোবাসি। অপরাধী যেই হোক না কেন, আমরা তার বিচার চাই। এমন শাস্তি হোক, যাতে অন্য কেউ এই ধরণের কাজ করার সাহসই না পায় ভবিষ্যতে। # ইসলাম_শান্তির_ধর্ম। # আমি_গর্বিত_আমি_মুসলিম! মানবিকতা আর ঐক্য কেমন করে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, একটি পতাকায় বিশ্বাস করে আমাদের চলা উচিৎ। কোনো ধর্মের প্রতি কেউ বিদ্বেষ ছড়ানোটা কোনো মানুষের পক্ষের কাজ হতে পারে না, ঠিক তেমনি ইসলাম বা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি এসব করছেন বা করেন দয়া করে তা বন্ধ করে সবাই ঐক্যবদ্ধভাবে এক জাতি হয়ে বসবাস নিশ্চিত করুন। আমার আল্লাহ এবং রাসুলকে নিয়ে কেউ কোনো কটূক্তি করবেন না। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P0wdbI
October 21, 2019 at 05:15AM
21 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top