ঢাকা, ২১ অক্টোবর- উয়েফা অ্যাসিস্ট ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে মইনুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। রোববার (২০ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। হ্যাটট্রিক করেছেন মইনুল ইসলাম। তিনি গোল করেছেন ৩৭, ৫২ ও ৮৩ মিনিটে। অন্য গোল তিনটি করেছেন ৭ মিনিটে ইমন, ১৪ মিনিটে সাজেদ ইসলাম সুমন এবং ২৩ মিনিটে অপূর্ব মালি। বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল কম্বোডিয়াকে। দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলের জয় ইউরোপের দল ফারো আইল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত একাডেমির ফুটবলাদের নিয়ে দল গঠন করেই প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ। আর/০৮:১৪/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J9DJgz
October 21, 2019 at 04:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top