ঢাকা, ২৫ অক্টোবর- চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট দিতে গিয়ে শিল্পীদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ দেখে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। পাশাপাশি নিজের ভালো লাগার কথাও ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিক্রিয়ায় ফেরদৌস বলেন, এফডিসির মধ্যে বাইরের লোকের আনাগোনার কারণে শিল্পীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। এ ছাড়াও নানা ধরনের হয়রানির শিকার হন। কিন্তু আজ এফডিসিতে এসে যে পরিবেশ দেখলাম সত্যিই খুব ভালো লাগলো। আমার মনে হয়, এমন পরিবেশ সবসময় থাকা উচিত। শিল্পীদের পদচারণায় এফডিসি এভাবেই উৎসবমুখর হয়ে থাক-এই প্রত্যাশাও ব্যক্ত করেন এই অভিনেতা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরইমধ্যে সভাপতি পদে চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগর নিজেদের ভোট দিয়েছেন। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনও তার ভোট দিয়েছেন। জানা গেছে, সকাল ৯টা থেকে শিল্পী সমিতির ভোটাররা তাদের ভোট দেওয়া শুরু করেছেন। বেলা যত গড়াচ্ছে তারকা ভোটারদের উপস্থিতি তত বাড়ছে। সকাল থেকেই তারা তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। এন কে / ২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/344Mlxd
October 25, 2019 at 10:10AM
25 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top