ঢাকা, ২৫ অক্টোবর - ক্রিকেটারদের ধর্মঘটের পর নিজেদের সভায় বিসিবির সাবেক খেলোয়াড়-পরিচালকেরাই বর্তমান খেলোয়াড়দের প্রতি বেশি আক্রমণাত্মক ছিলেন। সভার একাধিক সূত্র জানিয়েছে, খালেদ মাহমুদ সুজন নাকি ঢাকার ক্রিকেটে কোনো পাতানো ম্যাচ হয় না বলে দাবি করেছেন সভায়। বারবারই খেলোয়াড়দের বিপক্ষে কথা বলছিলেন খালেদ মাহমুদ। পরশু রাতে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড়দের সভায় এই ভূমিকার জন্য বোর্ড সভাপতি পাপনের তোপের মুখে পড়েছেন সুজন। উচ্চ স্বরে পাপন বলে ওঠেন, চুপ করো। তুমি (খালেদ মাহমুদ) আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! আমাকে অনেক ভুল বুঝাইছ এত দিন। এর আগে সম্মেলনে নাজমুল হাসান একপর্যায়ে স্বীকার করেন, বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদের বেতন নেওয়া, ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করানো স্বার্থের সংঘাত সৃষ্টি করছে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MOoo7D
October 25, 2019 at 10:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top