যশোর, ১২ অক্টোবর- শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা। এই মুহূর্তে তিনি যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। সেদিন সন্ধ্যায় হঠাৎ বুকের ডান দিকে ব্যথা অনুভব করেন গোলাম মুর্তজা। দ্রুতই তাঁকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। আজ (১২ অক্টোবর) সকালে মাশরাফির বাবার স্বাস্থ্যের খোঁজ নিতে যশোর সিএমএইচ-এ যায় বিডি২৪লাইভের স্থানীয় প্রতিনিধি। হাসপাতালে মাশরাফির বাবাকে নিয়ে কেউ কথা বলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, কাল গুরুতর অবস্থায় তাকে আনা হলেও আজ তিনি সুস্থ আছেন। কোনো বিপদের আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তার স্বাস্থ্যের সকল পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপাতত দেখে মনে হচ্ছে কোনো ঝুঁকি নেই। বেলা ১০ টার দিকে বড় ডাক্তার এলে ব্রিফ করবেন। ততক্ষণ আমরা আর কিছু জানাতে পারব না। উল্লেখ্য, বাবার অসুস্থতার খবর মাশরাফি ঢাকাতে পেয়েছেন। কাল রাতে যেতে না পারলেও আজ সকালেই আকাশপথে যশোরের উদ্দেশে রওনা দেন তিনি। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35ogRnf
October 12, 2019 at 06:35AM
12 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top