ঢাকা, ১২ অক্টোবর- আজ শোবিজাঙ্গনের জনপ্রিয় পাঁচ তারকার জন্মদিন। তারা হলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা কেয়া, সোহানা সাবা, মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম। জন্মদিন উপলক্ষে তারা বিশেষ কোনো আয়োজন করছেন না। দিনটি উদযাপন প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। এছাড়া জন্মদিনের কোনো বিশেষত্ব আমার কাছে নেই। আজকে হয়তো সন্তানদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যাব। জন্মদিন উপলক্ষে চিত্রনায়িকা কেয়ার কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, সাধারণত দিনটি আমি পরিবারের সঙ্গেই কাটাই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাসাতেই থাকব। সন্ধ্যায় পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হবে। তাদের সঙ্গেই আড্ডা দেব। এর বেশি কিছু নয়। ছোটপর্দার অভিনেত্রী সোহানা সাবা। টিভি পর্দার গণ্ডি পেরিয়ে এখন রুপালি পর্দায়ও কাজ করছেন। জন্মদিন উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন থাকছে না। কাজ নিয়েই ব্যস্ত থাকব। প্রতিদিন যেন ভালো কাজ করতে পারি সে প্রত্যাশাই করি। ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। টিভি এবং চলচ্চিত্র দুমাধ্যমেই কাজ করছেন তিনি। জন্মদিন উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিন উপলক্ষে আমি বিশেষ কিছু করছি না। বিশেষ এ দিনটিতে সবার ভালোবাসা, দোয়া চাই যেন ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে পারি। ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। জন্মদিন উপলক্ষে তিনি বলেন, এবারের জন্মদিনে তেমন কোনো বিশেষ আয়োজন নেই। পরিবারের সান্নিধ্যেই সময় কাটবে। বিকালের দিকে বন্ধু-বান্ধবদের দেখা হতে পারে। তবে দিনটি উপলক্ষে সবার কাছে দোয়া চাই। এন কে / ১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ODPkIf
October 12, 2019 at 06:49AM
12 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top