কলকাতা, ২৬ অক্টোবর- লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই সম্ভব না হলেও, বিজেপি ও তৃণমূলকে রুখতে রাজ্যের তিন আসনের উপনির্বাচনে সম্মিলিত প্রার্থী দিতেই যাচ্ছে বাম-কংগ্রেস নেতৃত্ব। আগে থেকে তৎপরতা ছিলই। শুক্রবার নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণার পরে এই তৎপরতা আরও জোরদার হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কেউই প্রার্থী নিয়ে জেদ ধরে রাখতে রাজি নন। পশ্চিমবঙ্গের ৩ আসনে উপনির্বাচন যে তিনটি আসনে এই উপনির্বাচন হবে, সেগুলি হল কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর। গেজেট নোটিফিকেশন জারি করা হবে ৩০ অক্টোবর, বুধবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর, বুধবার। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ৭ নভেম্বর, বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর, সোমবার। কালিয়াগঞ্জ কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এই আসনে কংগ্রেস প্রার্থী দিতে চায় বলে শোনা যাচ্ছে। করিমপুর তৃণমূলের মহুয়া মৈত্র এই আসনের বিধায়ক ছিলেন। কৃষ্ণনগর আসন থেকে তিনি লোকসভায় নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি ফাঁকা হয়েছে। একসময়ে এই আসনে সিপিএম-এর দাপট ছিল। দলের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাস এই কেন্দ্রের বাসিন্দা ছিলেন। ফলে এই আসনে সিপিএম প্রার্থী দেওয়ার ব্যাপারে জোরাল সওয়াল করেছে। খড়গপুর সদর খড়গপুর সদরের বিধায়ক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুর আসন থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন। একটা সময়ে খড়গপুর সদরে সিপিআইয়ের শক্তিশালী সংগঠন ছিল। এলাকা পুনর্বিন্যাসের পর এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের জ্ঞান সিং সোহন পাল। তাই এই পরিবারের কোনও সদস্য প্রার্থী হবেন, নাকি সিপিআই এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন দুইপক্ষের শীর্ষ নেতৃত্ব। অন্য একটি সূত্রের খবর, বিরোধী দলনেতা আব্দুল মান্নান নাকি ইতিমধ্যেই এই আসনে লড়াইয়ের জন্য সিপিআই-এর কাছে প্রস্তাব দিয়েছেন। এন কে / ২৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PkHjZb
October 26, 2019 at 06:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন