ঢাকা, ২৮ অক্টোবর - সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘূরছে অপু বিশ্বাসের একটি ভিডিও ক্লিপ। গ্রুপ এবং পেজে শেয়ার হওয়া সে ভিডিওটি শেয়া করছে মানুষের নিজস্ব অ্যাকাউন্টগুলোতেও। সেই ভিডিও ক্লিপের জন্যই নেট দুনিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন অপু্। ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে শব্দটি বলতে পারছেন না ঢাকাই ছবির এই নায়িকা। সেটা নিয়েই মজা করছেন সবাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। সে সময় নিজের অনুভূতি জানাতে গিয়ে স্বতঃস্ফূর্ত শব্দটি সরাসরি বলতে না পেরে অপু বলতে থাকেন, স্পুতসুত না কি কি বলে। ভিডিওতে সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিলাম বলতে গিয়ে বলেন, আজকে মনে হলো যে সত্যিই আমরা শিল্পী এবং সত্যিই শিল্পী সমিতির সুন্দর মানে, যাকে কি বলে সুন্দর স্পুতসুত না কি কি বলে। তবে বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি বলেন, ফেসবুকে কোনটা যে ভাইরাল হয় বলা মুশকীল। শুক্রবার ভোট দিতে এফডিসিতে যাই। সেখানে সবার সঙ্গে সাক্ষাৎ হয়। নানাভাবেই মুড তখন অন্য রকম ছিলো। সে সময় গণমাধ্যমে কাছে হয়তো কোন একটি শব্দ উচ্চারণে সমস্যা হতে পারে। আজ শুনলাম সেটাই নাকী ভাইরাল হয়েছে। তবে বিষয়টিকে অতিরঞ্জিরত না করার আহ্বান জানান সবার কাছে। এন এইচ, ২৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/367bxVr
October 28, 2019 at 09:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন