মুম্বাই, ২৮ অক্টোবর - হাউজফুল সিরিজগুলো ব্যাপক জনপ্রিয় বলিউডে। নামজাদা সব তারকারা এখানে হাসির মেলা বসিয়ে হাজির হন দর্শকের সামনে। দর্শকও অপেক্ষায় থাকেন কবে আসছে এই সিরিজের ছবি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে হাউজফুল ৪। এবার পুনর্জন্মের গল্প নিয়ে হাজির হয়েছেন হাউজফুল ৪র পরিচালক ফরহাদ সামজি। ছবিতে জাতিস্বর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এতে আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ ও ববি দেওলকে। মুক্তির প্রথম দুই দিনে ছবিটি আয় করেছে ৩৭.৮৯ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৮.৮১ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় করেছে ১৯.০৮ কোটি রুপি। বক্স অফিস বিশেষজ্ঞ ত্বরণ আদর্শ মনে জানান, দিওয়ালির কারণে ছবির ব্যবসা শুরু হতে আরও কয়েকদিন ভালো যাবে। এই সিনেমায় অক্ষয়ের নাম হ্যারি। এখানে দেখা যাবে রিতেশ আর ববির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অক্ষয়ের। রিতেশের নাম এই জীবনে রয়। ববির নাম ম্যাক্স। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কৃতী স্যানন। রিতেশের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। কৃতি খারবান্দা রয়েছেন ববির বিপরীতে। হাউসফুল ছবির অন্যান্য সিরিজের মতো হাউসফুল ৪-ও কমেডিতে ভরপুর। অক্ষয় কুমার ছাড়াও ছবিতে আরও আছেন রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ববি দেওল। হাউসফুল ৪ পরিচালনা করেছেন ফারহাদ সামজি। এন এইচ, ২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ongDff
October 28, 2019 at 09:47AM
28 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top