ঢাকা, ০৫ অক্টোবর - কয়েক মাস আগে বাঁচাও হকি স্লোগান দিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া মমিনুল হক সাঈদ এখন নিজেকে বাঁচাতেই ব্যস্ত। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে সাঈদ আছেন আত্মগোপনে। তবে হকি ফেডারেশনের সাবেক জয়েন সেক্রেটারি মাহবুবুল হক রানা বলছেন এই লজ্জা পুরো হকি পরিবারের। ১৩ বছরের বিরতিতে গেল এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় হকি ফেডারেশন নির্বাচন। আব্দুস সাদেককে হারিয়ে হকির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মমিনুল হক সাঈদ। ভঙ্গুর হকিকে ফিরিয়ে আনতে বাঁচাও হকি স্লোগান ব্যবহার করেই জয় লাভ করেন এই যুবলীগ নেতা। হকি নিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু করলেও ক্যাসিনো কাণ্ডে গা-ঢাকা দিয়েছেন সাঈদ। গুঞ্জন চলছে তিনি আছেন সিঙ্গাপুরে। তবে তার ক্লাব আরামবাগ হয়েছে সিলগালা। তিনি জড়িত আছেন মোহামেডান ক্লাবের সাথেও। প্রশ্ন উঠছে যে সাঈদ হকিকে বাঁচানোর স্লোগান নিয়ে ফেডারেশনের সবচেয়ে বড় পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি নিজেই আইন বিরোধী কাজের জন্য আত্মগোপনে গেলেন। তার মাধ্যমে কি ক্রীড়াঙ্গন উপকৃত হতে পারে? এ ব্যাপারে বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান রানা বলেন, ন্যাশনাল টিম নিয়ে কোন প্ল্যান নেই, ঘরোয়া লিগ নিয়ে কোন প্ল্যান নেই, আজকে দেড় বছরের উপরে হয়ে গেছে দলবদল নেই। প্লেয়ারদের যে প্রধান ইনকাম সেই রাস্তা বন্ধ। আর আমাদের যে মূল ভিশন সেখানে তাদের কোন প্ল্যান দেখতেছি না। আমরা যারা এক্স খেলোয়ার বলেন, সংগঠক বলেন, আমরা যারা হকির সাথে রিলেটেড তারা বিব্রত বলব, আবার মর্মাহত বলব। এই ধরনের কর্মকাণ্ড যারা জড়িত তারা স্পোর্টসকে কতটুকু এগিয়ে নিবে? বরং এগিয়ে নেওয়ার চাইতে তারা আর কলুষিত করল। এ কথাটাই তো আপত্তিকর বাঁচাও হকি। হকি কি মরে গেছিল নাকি। রানার কথায় একদম স্পষ্ট, ক্রীড়াঙ্গনকে ব্যবহার করে ফায়দা লোটা মানুষগুলো কখনোই খেলাধূলার ভালো চায় না। সুত্র : বিডি২৪লাইভ এন এ/ ০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MiEEMj
October 05, 2019 at 07:50AM
05 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top