মুম্বাই, ০৫ অক্টোবর - টেস্ট ওপেনার হিসেবে খেলতে নামলে অন্য দর্শন এবং মানসিকতা থাকা জরুরি। প্রতিভাকে কাজে লাগানোই শুধু নয়, সঙ্গে চাই ধারাবাহিকতাও। মনে করছেন শচীন টেন্ডুলকার। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় তারকা রোহিত শর্মা। শচীন যে ইনিংস দেখার পরে বলেন, পুরোটাই নির্ভর করে মানসিকতার উপরে। কেউ ওপেন করতে চাইলে তাকে অন্যরকম মানসিকতা নিয়ে নামতে হবে। বীরেন্দ্র শেবাগের প্রসঙ্গ উঠলে শচীন মনে করিয়ে দেন, মানসিকতার সঙ্গে চাই দক্ষতাও। যার অভাব ছিল না শেবাগের মধ্যে। শেবাগের মানসিকতাটাই ছিল অন্য। ওয়ানডে ক্রিকেট হোক বা টেস্ট ও প্রায় একই ভঙ্গিতে খেলত। আগ্রাসনটা সব সময় থাকত। এটাই একজন খেলোয়াড়ের দক্ষতা দেখানোর সম্ভাবনা বাড়িয়ে দেয়। তিনি আরও যোগ করেন, অনেকেই আছে যারা মাঠে আগ্রাসী হওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেই অস্ত্রটা (আগ্রাসন) ধারাবাহিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে সফল শেবাগ। ওপেনিং জায়গাটা শেবাগের খেলার সঙ্গে খাপ খেত। (রোহিতের ক্ষেত্রে) অপেক্ষা করতে হবে, দেখতে হবে ব্যাপারটা কী রকম দাঁড়ায়। দর্শনের কথা বলতে গিয়ে শচীন জানান, শেবাগ তার খেলোয়াড় জীবনে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। কিন্তু কখনও নিজের খেলার ধরন পাল্টাননি। ইংল্যান্ডে শেবাগ যখন প্রথম ওপেন করতে নামল, সেঞ্চুরি করল। এই সাফল্যটা ওকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। তবে শেবাগের জীবনেও কিন্তু খারাপ সময় এসেছে। তাই সব সময় পরিসংখ্যানই বড় ভূমিকা নেবে তা নয়। আসল কথা হল, তুমি কতটা দক্ষতা দেখাতে পারছ, বলে দেন মাস্টার-ব্লাস্টার। সুত্র : বাংলাদেশ প্রতিদিন এন এ/ ০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OmWn8k
October 05, 2019 at 07:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top