ঢাকা, ২৪ অক্টোবর- এক সময় ড্যানিয়েল ভেট্টোরি ছিলেন বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ। ব্যাটে-বলে অনেকবারই বাংলাদেশকে ভুগিয়েছেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে তাকে থামানোর পথ খুঁজতেই সবচেয়ে বেশি গবেষণা করতে হতো। এখন তার কাছ থেকেই শেখার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুক্রবারই ঢাকা আসছেন বাঁহাতি স্পিন গ্রেট ড্যানিয়েল ভেট্টোরি। ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে নতুন স্পিন কোচ হিসেবে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন তিনি। এর আগে, গত জুলাইয়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/২৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qHHmnJ
October 24, 2019 at 06:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top