ঢাকা, ২৬ অক্টোবর- জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। শুক্রবার বিকেলে সাইফউদ্দিনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইডি ফিরে পাওয়ার আগ পর্যন্ত মেসেজ আদান-প্রদানে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। সাইফউদ্দিনকে রেখেই আসন্ন ভারত সফরেয টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেন নির্বাচকরা। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে দল থেকে বাদ পড়েন এ তারকা পেসার। প্রসঙ্গত, ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৩০ অক্টোবর ভারত সফরে যাবে টাইগাররা। ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32KbVam
October 26, 2019 at 04:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top