টরন্টো, ০৭ অক্টোবর- কানাডার ফেডারেল, প্রভিন্সিয়াল সরকার ও সিটি কর্তৃপক্ষের ঘোষিত অক্টোবর ইসলামিক ইতিহাস মাস উদযাপন উপলক্ষে ইসলামিক ইনস্টিটিউট অব টরন্টোয় (আই আইটি) গত ৫ অক্টোবর বিকেলে বাংলাদেশে ইসলাম শীর্ষক একটি অনুপম প্রদর্শনীমূলক সমাবেশে প্রায় হাজার-খানেক প্রবাসী নারী, পুরুষ ও কিশোর-কিশোরী যোগ দিয়েছেন। অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মুসলিম জনগোষ্ঠির গৌরবউজ্জল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। অনুুষ্ঠানে হলভর্তি দর্শকদের মধ্যে বাংলাদেশী ছাড়াও অন্যান্য দেশের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশে ইসলামের আগমন ও বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের তথ্যবহুল উপস্থাপনা বেশ কৌতুহল নিয়ে উপভোগ করেন উপস্থিত সবাই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত মুসলিম স্কলার ডক্টর আব্দুল্লাহ হাকিম কুইকের সংক্ষিপ্ত বক্তব্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। কানাডাতে মুসলিম সমাজের অবদান এবং মুসলিমদের সংঘবদ্ধ ভাবে কাজ করার উপর তিনি গুরুত্বারোপ করেন। বহু সংস্কৃতির সমাজ ব্যবস্থায় একে অন্যের সর্ম্পকে জ্ঞান অর্জণ এবং প্রদানের মাধ্যমে রেসিজম, জিনোফোবিয়াকে প্রত্যাখ্যান করে কিভাবে কানাডিয় সমাজে শান্তিপুর্ন সহাবস্থান নিশ্চিত করা সম্ভব তিনি তার উপর আলোকপাত করেন। বাংলাদেশী কানাডিয়ান রাইটার্স এবং ব্লগার মিসবাহ উদ্দিন মাহতাব বাংলা ইসলামী গান, কবিতা, গজল, নাত, জিকির এবং সুফিবাদের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষকরে কাজী নজরুলের ইসলামী গান, হাছন রাজার গান উদাহরন হিসাবে তুলে ধরা হয় । মহানবী (সঃ) মদিনা আগমনের সময় গান বা নাত দিয়ে মদিনাবাসী কিভাবে তাঁকে সম্ববর্ধনা দিয়েছিল এবং সে থেকে গান কিভাবে ইসলামে প্রভাব বিস্তার করলো তা বিশ্লেষন করেন। দ্বিতীয় বক্তা আসাদ আশরাফ তার দীর্ঘ বক্তব্যের সাথে স্লাইড ব্যাবহার করে বাংলাদেশ ও উপমহাদেশে ইসলাম আগমনের সুন্দর একটি চিত্র উপস্থাপন করেন। মাগরিবের নামাজের পর বাংলাদেশে ও উপমহাদেশে ইসলাম আগমনের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় যা ছিল অসাধারন। একটি সুন্দর স্মরনিকাও উপহার দেওয়া হয় সবাইকে, স্মরনিকাতে অক্টোবর ইসলামী মাস উদযাপনে সিটি মেয়র জন টরির ঘোষণা সম্বলিত একটি বাণী প্রকাশিত হয়েছে। এদিকে অডিটোরিয়ামটিকে বাহারী পোস্টার দিয়ে সাজানো হয়েছিল যাতে মসজিদ, মন্দির, চার্চ ও বিভিন্ন ইতিহাস খ্যাত স্থান, মুসলিম ও বুদ্ধিষ্ট স্থাপনার ছবি স্থান পায় । বাংলাদেশের আর্ত সামাজিক প্রক্ষাপটের অনেক দুর্লভ ছবিও স্থান পেয়েছে। সফল এ অনুষ্ঠানটির পেছনে যারা কাজ করেছেন তারা হলেন মহিউদ্দীন আহমেদ, আসাদ চৌধুরী, শহীদ খন্দকার, মাহবুব লতিফ ভূঁইয়া,শাহীন সিদ্দিকী, আবুজাফর মাহতাব এবং ড: মো: এরশাদুল কবির প্রমুখ। উল্লেখ্য, অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেকই ছিলেন মহিলা এবং তরুন প্রজন্মের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য; যারা প্রাণভরে উপভোগ করেছেন অনুষ্ঠানটি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MgcEZU
October 07, 2019 at 07:46AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.