নয়া দিল্লী, ০৫ নভেম্বর- ক্যারিয়ারে পথচলাটা দারুণভাবে শুরু হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের। গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। জীবনের প্রথম ম্যাচেই বাজিমাত করেন তিনি। চার ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়ে সম্ভাবনার কথা জানান দেন এ লেগস্পিনার। স্বাভাবিকভাবেই ভারত সফরে আমিনুলের ওপর আস্থা রাখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেটার প্রতিদানও দিয়েছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখেছেন এ লেগি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি ওভারে ২২ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি। তাতে ভারতকে ১৪৮ রানে আটকে রাখে বাংলাদেশ। পরে মুশফিক-সৌম্যর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে জয় তুলে নেন টাইগাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। তাদের মাটিতেও প্রথম জয় লাল-সবুজ জার্সিধারীদের। এতে তিন ম্যাচ সিরিজে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। ১-০তে এগিয়ে মাহমুদউল্লাহ বাহিনী। পরের ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চান আমিনুল। নিজেও ধারাবাহিকতা দেখাতে চান তিনি। রাজমুকুটের সন্ধানে ইতিমধ্যে রাজকোটে পৌঁছেছে বাংলাদেশ। আগামী ৭ নভেম্বর সেখানে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন সফরকারীরা। ভারতকে ৭ উইকেটে হারানোর পর দিল্লি থেকে রাজকোটের উদ্দেশে রওনা হওয়ার আগে বিপ্লব বলেন, প্রথম ম্যাচটি আমরা জিতেছি। এখন আমাদের লক্ষ্য আরও উন্নতি করা। পরের ম্যাচে ভালো খেলতে পারলে সিরিজ জিতব। ইনশাল্লাহ। তিনি বলেন, ভারত অনেক বড় দল। আমাদের আত্মবিশ্বাসের জন্য তাদের বিপক্ষে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকে দারুণ চেষ্টা করেছে, আমরা জিতেছি। সবাই খুব খুশি। টিম ইন্ডিয়ার বিপক্ষে ব্যক্তিগতভাবে ভালো করাটা সবসময়ই আনন্দের। আমি যখন যে জায়গাই যার বিপক্ষে খেলি, চেষ্টা করি নিজের সেরাটা দেয়ার। বোলিংয়ের সময় পরিকল্পনা নিয়ে আমিনুল ইসলাম বলেন, ব্যাটসম্যান দেখে বোলিং করি আমি। কোন জায়গায় ব্যাটসম্যান খেলতে চাচ্ছে এর বিপরীতে বোলিং করার কৌশল নেই। ভালো বল রাখার চেষ্টা করি। আমার অধিনায়কও (রিয়াদ ভাই) আমাকে কেবল জায়গামতো বোলিং করতে বলেন। আমিও বুঝেছি, ঠিক জায়গায় বোলিং করলে কাজ হবে। আমিনুলের মূল পরিচয় লেগস্পিনার হলেও ব্যাটিংটাও ভালো করেন। দলের প্রয়োজনে ব্যাটিং প্রতিভারও স্ফূরণ ঘটাতে চান তিনি। সব মিলিয়ে রঙিন স্বপ্নের কথা জানিয়েছেন উদীয়মান তারকা লেগস্পিনার। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WOBaGn
November 05, 2019 at 08:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন