ঢাকা, ৫ নভেম্বর- দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায়ও সবার চেয়ে বেশি স্কোর তার। বিপ টেস্টে অন্যরা যেখানে ১০/১১ স্কোর তুলতে ঘাম ছুটিয়ে ফেলেছেন সেখানে তামিমের স্কোর ছিল ১২.১। তখন থেকেই অনেকেরই মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তামিমের ফিটনেসের রহস্য কী? এবার ফিটনেসের রহস্য তুলে ধরলেন তিনি নিজেই। আজ মঙ্গলবার তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিও শেয়ার করে তামিম লিখেছেন, কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি-এটা সব সময় প্রযোজ্য না হলেও কেউ একজন সব সময় সে চেষ্টা করতে পারেন...। ভিডিওটিতে দেখা যায়, তামিম একজন বিদেশি প্রশিক্ষকের তত্ত্বাবধানে শরীরচর্চা করছেন। এ সময় তাকে ট্রেডমিলে দৌঁড়ানো, ভারত্তোলন, প্রশিক্ষকের সঙ্গে রেসলিং করতে দেখা যায়। ভিডিওটিতে আরও দেখা যায়, তামিম ইকবাল নিজেকে ফিট রাখতে এক্সারসাইজ বাইক চালাচ্ছেন, রশি টানছেন, রেজিটেন্স ব্যান্ড লাগিয়ে দৌঁড়াচ্ছেন। আর/০৮:১৪/০৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PLmeY8
November 05, 2019 at 08:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top