কক্সবাজার, ০২ নভেম্বর - আগের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে মোহাম্মদ আশরাফুল খেলেছিলেন অপরাজিত ১৫০ রানের অনবদ্য এক ইনিংস। চারদিনের ব্যবধানে আবারও আজ মাঠে নামতে হলো আশরাফুলদের। এবার কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তবে এবার আর আশরাফুল ব্যাটকে কথা বলাতে পারেননি। সিলেট বিভাগের পেসার এবাদত হোসেনের পেস তোপে আশরাফুল কেন, ভেঙে পড়েছে বরিশালের পুরো ব্যাটিং লাইনআপ। কক্সবাজার সমূদ্র সৈকতে এই মুহূর্তে ঝড় নেই। সমূদ্র শান্ত থাকলেও স্টেডিয়ামে ঠিকই ঝড় তুলে দিলেন এবাদত। টস জিতে বরিশাল অধিনায়ক ফজলে মাহমুদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু পুরো ইনিংসে একমাত্র নুরুজ্জামান ছাড়া বরিশালের আর কোনো ব্যাটসম্যানই ঘুরে দাঁড়াতে পারেনি সিলেটের বোলার এবাদতের সামনে। ১৬ ওভার বল করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন এবাদত। এছাড়া স্পিনার নাসুম আহমেদ নেন ৩ উইকেট। এবাদত আর নাসুম আহমেদের বোলিং তোপের মুখে ৫৭.১ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায় বরিশাল বিভাগ। নুরুজ্জামান করেন সর্বোচ্চ ৪০ রান। ২৫ রান করেন সালমান হোসেন, ২৩ রান করেন সোহাগ গাজী। ইনিংস ওপেন করতে নেমে মোহাম্মদ আশরাফুল করেন ২০ রান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PDoyQU
November 02, 2019 at 11:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top