নয়াদিল্লী, ০২ নভেম্বর - টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীরর তালিকায় ভারতীয় দুই ব্যাটসম্যান রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে চলছে ইঁদুর-দৌড় খেলা। একবার কোহলি আগে আসেন তো আরেকবার সামনে চলে আসেন রোহিত শর্মা। তবে এবার আর এই ইঁদুর-দৌড় খেলা সম্ভবত বন্ধ হতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষেই বিরাট কোহলিকে ছাড়িয়ে অনেকদুর সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে। আর মাত্র আট রান করলেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন ভারতের বর্তমান ভারপ্রান্ত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এ কারণেই দারুণ সুযোগটা পেয়ে গেলেন রোহিত। চিরাচরিত নিয়মে যদি জ্বলে ওঠে তার ব্যাট, তাহলে কোহলিকে ছাড়িয়ে অনেক দুর চলে যাবেন তিনি। রোববার (আগামীকাল) দিল্লির অরুণ জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। সেখানেই রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতের বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক। টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৮ ম্যাচে ২৪৪৩ রান করেছেন রোহিত। তবে মাত্র ৭২ ম্যাচ খেলে ২৪৫০ রান করেছেন বিরাট কোহলি। ফলে, রোববার আট রান করলেই কোহলিকে টপকে এক নম্বরে উঠে আসবেন রোহিত। যদিও তিনি অনেক বেশি ম্যাচ খেলেছেন কোহলির চেয়ে। টি-টোয়েন্টির পরিসংখ্যান ঘেঁটে দেখা গেলো, বিরাট কোহলির ২৪৫০ রান এসেছে ৬৭ ইনিংসে। সেখানে রোহিতের ২৪৪৩ রান এসেছে ৯০ ইনিংসে। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ৭৬ ইনিংসে করেছেন ২২৮৫ রান। তিনি রয়েছেন তিন নম্বরে। এরপর আছেন পাকিস্তানের শোয়েব মালিক (১০৪ ইনিংসে ২২৬৩ রান) এবং নিউজিল্যান্ডেরই ব্রেন্ডন ম্যাকালাম (৭০ ইনিংসে ২১৪০ রান)। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34jdOuU
November 02, 2019 at 11:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন