কলকাতা, ২২ নভেম্বর - মশার লারভার খোঁজ করে সেগুলোর বিনাশ করতে একটি ড্রোন সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা। ডেঙ্গু, মেলেরিয়া ও চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তাররোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে। বৃহ্স্পতিবার এক শীর্ষ কর্মকর্তা এমন খবর নিশ্চিত করেছেন। পরীক্ষামূলক ড্রোনটির নাম দেওয়া হয়েছে বিনাশ। আর যা বিশতলা ভবনের উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম হবে বলে জানা গেছে। এ বিষয়ে কলকাতার ডেপুটি মেয়র অতিন ঘোষ বলেন, আমাদের কর্মীরা যেসব জায়গায় যেতে পারবেন না; সেসব জায়গায় ড্রোনটি যেতে পারবে। তিনি আরও বলেন, ড্রোনটির একটি রোবোটিক হাত রয়েছে। যা পানি ও স্থল থেকে নমুনা সংগ্রহ করতে পারবে। অতিন ঘোষ আরও বলেন, আর নমুনাগুলো পরীক্ষা করার পরে যদি আমরা দেখতে পাই কোথাও মশার প্রজনন ক্ষেত্র রয়েছে; তাহলে ওই জায়গায় আমাদের কর্মীরা কীটনাশক স্প্রে করবে। এছাড়া কীটনাশক সংরক্ষণের জন্য একটি ড্রোনের সঙ্গে ধারক যুক্ত থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতায় চলতি বছরে ডেঙ্গু ও চিকনগুনিয়ায় বেশ কয়েকজন নাগরিক মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এন এইচ, ২২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35mu2Ej
November 22, 2019 at 11:33AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন