ঢাকা, ২২ নভেম্বর - আগেই জানা, ফুসফুস সংক্রমণে হাসপাতালে ভর্তি ক্রিকেট পাড়ার পরিচিত মুখ সাবেক ক্রিকেটার ও নামি আম্পায়ার নাদির শাহ। তার ফুসফুসে সংক্রমণের পাশাপাশি পানিও জমেছিল। ধানমন্ডির আনোয়ারা মেডিকেল কলেজে ফুসফুসে জমা পানি অপসারণ করা হলেও অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। যে কারণে বৃহস্পতিবার দুপুরে তাকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা করা হবে। উল্লেখ্য, নাদির শাহ সপ্তাহ দুয়েক আগে মিরপুরে চট্টগ্রাম ও ঢাকার মধ্যকার জাতীয় লিগের ম্যাচ পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চারদিনের ম্যাচে শেষ দুইদিন খেলা পরিচালনা করতে পারেননি তিনি। ওই দুইদিন তার জায়গায় দায়িত্ব পালন করেন রিজার্ভ আম্পায়ার। অসুস্থ নাদির শাহ পরে ব্যাংককে চিকিৎসার জন্য যান এবং সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানান, তার ফুসফুসে পানি জমেছে। কিন্তু নাদির শাহ ব্যাংককের হাসপাতালে চিকিৎসা না করেই সপ্তাহখানেকের মধ্যে দেশে ফিরে আসেন। দেশে ফেরার কয়েকদিন পর রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করলে তার বাসার কাছে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের পানি নিষ্কাষণ করা হয় বলে জানা গেছে। সেখান থেকেই তাকে নেয়া হয়েছে স্পেশালাইজড হাসপাতালে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O93Sz6
November 22, 2019 at 11:47AM
22 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top