ঢাকা, ২৬ নভেম্বর- প্রায় ২৯ বছর ধরে টঙ্গী রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেন মোবারক। একজন চা বিক্রেতার জীবন যাপন যেমন হয়, মোবারকের জীবনও তার ব্যতিক্রম নয়। সারারাত চা বিক্রি করে সকালে ঘুমাতে যান। সেইসময়টুকুতে তার মেয়ে মুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের হাল ধরেন। স্টেশনে চায়ের দোকান হওয়ায় তার বেশিরভাগ কাস্টমার হচ্ছে যাত্রীরা। রেলপথের যাত্রীদের চা বানিয়ে খাওয়ান। একজন চা বিক্রেতার জীবন-যাপনের এমন গল্পে নির্মিত হয়েছে নাটক প্রভাতী এক্সপ্রেস। এটি পরিচালনা করেছেন হাসিব খান। নাটকটিতে চা বিক্রেতা মুনিয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। টয়ার বিপরীতে দেখা যাবে মুশফিক ফারহানকে। গতকাল থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। টয়া বলেন, সকাল থেকে প্রায় ২৫ কাপ চা বানিয়েছি! অনেকে আবার তা টাকা দিয়েই খেয়েছেন। বলা যায় ভিন্নরকম একটি অভিজ্ঞতা। আগে মোটামুটি চা বানাতে পারতাম। কিন্তু এখন একেবারে চা বানানোতে পারদর্শী হয়ে গেছি! এমন চরিত্র এবারই প্রথম করলাম। আসছে ডিসেম্বরে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানা যায়। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33gs2vH
November 26, 2019 at 08:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top