ঢাকা, ২৬ নভেম্বর- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। তিনি রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানিয়েছেন, গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক মইনুল আহসান। তিনি জানান, গতকাল সোমবার রাতে মাহফুজুর রহমান খান তার পুরান ঢাকার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ৯টার দিকে তাকে গ্রিন লাইফ হাসপাতালে আনা হয়। তিনি এখন লাইফ সাপোর্টে রয়েছেন। আজ মঙ্গলবার তার সিটি স্ক্যান করা হবে। বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছিলেন। ২০০১ সালে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে পেশাদার চিত্রগ্রাহক হিসেবে প্রথম কাজ শুরু করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন। মাহফুজুর রহমান খান তার দীর্ঘ ক্যারিয়ারে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছেন। আর/০৮:১৪/২৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QPmbuL
November 26, 2019 at 08:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন