কলকাতা, ৩০ নভেম্বর- পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত উপনির্বাচনের ফলাফলে পর রীতিমতো উল্লাশ করছে তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুর- তিনটি বিধানসভা আসনেই জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। খবর ।আনন্দবাজার পত্রিকার। উপনির্বাচনে গোহারা হেরে বিজেপির এখন বোধোদয় হয়েছে- এনআরসিই তাদের পরাজয়ের একমাত্র কারণ। তাদের অভিযোগ, রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার প্রভাবেই মানুষ বিভ্রান্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিজেপি দাবি করেছে, উপনির্বাচনের এই ফলাফলের প্রভাব রাজ্যের রাজনীতিতে পড়বে না। গত সোমবার রাজ্যের ওই তিন আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও আমরা হেরেছি। বাংলায় এনআরসি বাস্তবায়নের বিষয়ে গুরুতর বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণেই আমরা হেরেছি বলে মনে হয়। এনআরসি নিয়ে মানুষ আমাদের ব্যাখ্যা মেনে নেয়নি। আমরাও এই ইস্যুটি নিয়ে জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছি। উপনির্বাচনে বিজেপির খারাপ ফলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই হার নিয়ে আত্মসমীক্ষা করতে হবে। আর/০৮:১৪/৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OxkBw4
November 30, 2019 at 07:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top