কলকাতা, ৩০ নভেম্বর - ফারাক্কায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ জন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। জানা গেছে, শনিবার সকালে ফারাক্কার এনটিপিসি মোড়ে ঘোলাকাদির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি বাসের সঙ্গে একটি তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্যাঙ্কার চালক ও বাস চালকের মৃত্যু হয়েছে। আহত ১২জন স্থানীয় বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি শিলিগুড়ি থেকে বহরমপুর যাচ্ছিল। আর ওই তেল ট্যাঙ্কারটি কলকাতা থেকে আসাম যাচ্ছিল। নিহত বাস চালকের নাম অজয় সিংঅ আর নিহত তেল ট্রঙ্কারের চালকের নাম সোনু কুমার। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P1iOP7
November 30, 2019 at 07:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top