কলকাতা, ২৩ নভেম্বর- ইতিহাসের সাক্ষী হয়েছেন ঠিকই, কিন্তু ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। শুক্রবার (২২ নভেম্বর) ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় কলকাতা টেস্টের প্রথম দিনে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়েছে তারা। দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭৪ রান। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, আত্মবিশ্বাসের অভাবেই ব্যাটসম্যানরা খেলতে পারেননি। অবশ্যই ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটাররা এধনের বোলিং লাইনআপের বিপক্ষেও কোনো দিন খেলেনি। এমনকি ঘরোয়া ক্রিকেটও এ ধরনের বোলারদের মুখোমুখি হয়নি কখনো। মানসিক ও টেকনিক্যাল দিক থেকে দলের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Oe19EH
November 23, 2019 at 05:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন