ঢাকা, ৩০ নভেম্বর - বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের আসন্ন আসরকে ঘোষণা করা হয়েছে বিশেষ আসর হিসেবে। বিপিএলের আগে জুড়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামও, বঙ্গবন্ধু বিপিএলে থাকছেনা আয়োজনের কমতি। বিপিএল গভর্নিং কাউন্সিল তো জানিয়েই দিয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনের দিক থেকে এবারের আসর ছাড়িয়ে যাবে অতীত সব রেকর্ড। বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়াচ্ছে ডিসেম্বরের ১১ তারিখ, তার আগে ৮ ডিসেম্বর মিরপুরে হবে বেশ সাড়া জাগানো উদ্বোধনী অনুষ্ঠান। যার উদ্বোধন করবেন আবার খোদ প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্ট ডাউনও শুরু হবে সেদিন থেকে। দেশি-বিদেশি তারকায় ভরপুর থাকবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন আগেই জানিয়েছিলেন কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। ভারতীয় তারকাদের মধ্যে জন আব্রাহাম, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ, আরজিত সিংদের সাথে যোগাযোগ করা হবে জানিয়েছেন কদিন আগে। তবে বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ ইতোমধ্যে নিশ্চিত হয়েছেন বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। দর্শকদের জন্য রয়েছে আরও আনন্দের খবর, দেশিদের মধ্যে পারফর্ম করবেন নগর বাউলের জেমস ও ফোক শিল্পী মমতাজ। অনুষ্ঠানের আগে হয়তো জানা যাবে আরও কারা থাকছেন, তবে সালমান, ক্যাটরিনা, জেমস, মমতাজরা মঞ্চ মাতাবেন নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতিও। গ্যালারির আসন সংস্কারেও হাত দিয়েছে বিসিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার মাঝখানে থেকে অনুষ্ঠানের উদ্বোধন করতে পারেন সেজন্য ভিন্ন ধরনের একটি আলাদা মঞ্চ তৈরির পরিকল্পনা করেছে বিসিবি। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R6z186
November 30, 2019 at 09:46AM
30 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top