অ্যাডিলেড, ৩০ নভেম্বর - টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিনি ভেঙেছেন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের ৭৩ বছরের রেকর্ড। ১৯৪৬ সালের আগস্টে ওভালে হ্যামন্ড ৭ হাজার রান পূর্ণ করেছিলেন তার ১৩১তম ইনিংসে। তার চেয়ে পাঁচ ইনিংস কম খেলে ১২৬ ইনিংসে রেকর্ডটা নিজের করে নিলেন স্মিথ। ম্যাচের হিসাবেও রেকর্ডটা স্মিথের। আগের রেকর্ডধারী গ্যারি সোবার্গের লেগেছিল ৭৯ ম্যাচ। ক্যারিবীয় কিংবদন্তির চেয়ে নয় ম্যাচ কম লাগল স্মিথের। ৭ হাজারের মাইলফলক ছুঁতে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টে স্মিথের দরকার ছিল ২৩ রান। শনিবার (৩০ নভেম্বর) টেস্টের দ্বিতীয় দিন মুসার বলে সিঙ্গেল নিয়ে ২৩ রানে পৌঁছে মাইলফলক স্পর্শ করেন টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। গত অ্যাশেজে ৭ ইনিংসে ৭৭৪ রান করা স্মিথ মাইলফলকটা ছুঁতে পারতেন ব্রিসবেনে প্রথম টেস্টেই। কিন্তু অবিশ্বাস্যভাবে আউট হয়ে গিয়েছিলেন ৪ রানেই। এই ব্যর্থতার জন্য নিজেকে তিনি শাস্তিও দেন। গ্যাবা থেকে দলের বাকি সবাই যেখানে টিম বাসে চড়ে হোটেলে ফিরেছে, সেখানে স্মিথ টানা তিন কিলোমিটার দৌড়ে হোটেলে ফেরেন। ৭ হাজার রান ছোঁয়ার আগে রানের দিক দিয়ে স্মিথ ছাড়িয়ে গেছেন স্যার ডন ব্র্যাডম্যানকেও। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ব্যাডম্যান ৫২ টেস্টে করেছিলেন ৬৯৯৬ রান। টেস্টে দ্রুততম ৭ হাজার রান:স্টিভেন স্মিথ- ১২৬ ইনিংস, ওয়ালি হ্যামন্ড- ১৩১ ইনিংস, বীরেন্দর শেবাগ- ১৩৪ ইনিংস, শচীন টেন্ডুলকার- ১৩৬ ইনিংস, গ্যারি সোবার্স- ১৩৮ ইনিংস, কুমার সাঙ্গাকারা- ১৩৮ ইনিংস, বিরাট কোহলি- ১৩৮ ইনিংস সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33tWcMc
November 30, 2019 at 09:50AM
30 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top