ঢাকা, ১২ নভেম্বর- মডেলিং ও টিভি বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরপর নাটক। ২০১১ সালে শোবিজে আসার পর এ পর্যন্ত প্রায় এক কুড়ির মতো নাটকের তাকে দেখা গেছে। পাশাপাশি স্পর্শিয়ার ইচ্ছে ছিল বড় পর্দায় কাজ করা। একটু দেরিতে হলেও সেই সুযোগ আসে চলতি বছর। গত রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি আবার বসন্ত। কেরিয়ারের অভিষেক ছবিতে স্পর্শিয়া অভিনয় করেন তারিক আনাম খানের বিপরীতে। এরপর ঈদুল আযহায় মুক্তি পায় তার দ্বিতীয় ছবি বন্ধন। দুটি ছবিতেই স্পর্শিয়ার অভিনয় দর্শকদের নজর কাড়ে। এবার নায়িকা তার তৃতীয় ও চতুর্থ ছবির মুক্তির অপেক্ষায়। ইতি তোমার ঢাকা এবং কাঠবিড়ালী নামের এই ছবি দুটিও চলতি বছরে মুক্তি পাবে। ইতি তোমার ঢাকা মুক্তি পাবে ১৫ নভেম্বর। ১১ জন পরিচালক মিলে এই ছবিটি নির্মাণ করেছেন। মুক্তির আগেই বেশ আলোচনায় সেটি। অন্যদিকে কাঠবিড়ালী মুক্তি পাবে ডিসেম্বর মাসে। এই ছবির পরিচালক নিয়ামুল মুক্তা। এটি নির্মাতার কেরিয়ারের অভিষেক ছবি। মুক্তির অপেক্ষায় থাকা দুটি ছবিই দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা স্পর্শিয়ার। সিনেমার পাশাপাশি সম্প্রতি নো কাপল এন্ট্রি নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। কলকাতার সায়ান দাশগুপ্ত পরিচালিত সিরিজটিতে স্পর্শিয়ার বিপরীতে আছেন ওপার বাংলার উদয় প্রতাপ সিং। আরও আছেন আফসানা মিমি, কুশল চক্রবর্তী ও সুমিত সমাদ্দর। শিগগিরই ওয়েব সিরিজটি মুক্তি পাবে। আর/০৮:১৪/১২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32F9VPT
November 12, 2019 at 09:28AM
12 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top