কলকাতা, ১২ নভেম্বর - অবশেষে সমালোচকদের হয়ে ক্ষমা চাইলেন দিলীপ ঘোষ। তবে কোনও রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমা নয়, গো-মাতার অসম্মানের ফলেই মনোঃকষ্টে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আর তাই সটান মায়াপুরের ইস্কন মন্দিরের গোশালায় গিয়ে হাজির হন তিনি। অনেকক্ষণ ধরে গো-সেবাও করেন পদ্ম শিবিরের এই হেভিওয়েট নেতা। ফেসবুকে একটি পোস্টে গোমাতার কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। গরুর প্রতি তাঁর প্রবল ভক্তি,আস্থা আর সেই ভক্তি প্রকাশ করতে গিয়েই গরুর দুধে সোনা আছে এই যুক্তি দিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু তাঁর এই একটা বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। মুহূর্তেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় হাসি-ঠাট্টা। ফেসবুকে জনপ্রিয় হয়ে ওঠে এই বক্তব্যকে ঘিরে নানা মিম। তাঁকে নিয়ে মজা করা হলেও গো-মাতার এই অসম্মান মেনে নিতে পারেননি তিনি। গো-মাতার এই অপমান কিছুতেই মেনে নিতে পারেননি গেরুয়া শিবিরের এই নেতা। গোমাতার এহেন অসম্মানে ব্যথিত দিলীপ ঘোষ। দাপুটে বিজেপি নেতা তাই গোমাতার কাছে ক্ষমাপ্রার্থী। গো-মাতার কাছে সমালোচকদের হয়ে ক্ষমা চাইতে ইস্কন মন্দিরের গোশালায় হাজির হন বিজেপি রাজ্য সভাপতি। বিশাল গোশালায় অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ান তিনি। আদর করে, গলায়-মাথায় হাত বুলিয়ে গরুদের খাওয়ান তিনি। গো-মাতারাও তাঁকে ফেরাননি। বিজেপির রাজ্য সভাপতির হাত থেকে খাবার খেয়ে তৃপ্ত গো-কূল হাম্বা ডেকে তাঁরা যে বেশ খুশি তাও বুঝিয়ে দেয়। গোশালা দর্শনের সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সঙ্গে গোমাতার উদ্দেশে একটি বার্তাও লিখেন তিনি। ফেসবুকে এই ভিডিও পোস্ট করে বিজেপি রাজ্য সভাপতি লেখেন, যাঁরা গোমাতার প্রশংসা সহ্য করতে পারেন না, তাঁদের যেন গোমাতা ক্ষমা করে দেন। গোমাতার জয় হোক। পাল্টা আক্রমণ নয় সমালোচকদের বরং ক্ষমার বাণীই শুনিয়েছেন গোভক্ত দিলীপবাবু। প্রসঙ্গত এই ঘটনার সূত্রপাত বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায়। এই সভায় বিজেপির রাজ্য সভাপতি বলেন গরুর দুধে সোনা থাকে তাই দুধের রঙ হলদে হয়। দেশি গরুর কুঁজে তৈরি হয় সোনা। গরুর দুধে কী ভাবে সোনা তৈরি হয়, তাঁর ব্যাখ্যাও দেন তিনি। তিনি বলেন, গরুর কুঁজে স্বর্ণনালি থাকে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। গরুকে নিয়ে এই মন্তব্য নিয়ে শুরু হয়ে যায় হাসি মস্করা। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে একের পর এক মিম আছড়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর এতেই ভীষণ ব্যথিত দিলীপ ঘোষ গো-মাতার থেকে ক্ষমা চাইলেন। এন এইচ, ১২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O1aezf
November 12, 2019 at 10:09AM
12 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top