কলকাতা, ২৫ নভেম্বর- ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলীকে প্রশংসায় ভাসিয়েছেন বিরাট কোহলি। তার মতে, ক্রিকেটারদের মানসিকতাই বদলে দিয়েছিলেন সৌরভ। তবে ভারতের বর্তমান অধিনায়কের এমন কথা আবার পছন্দ হয়নি আরেক সাবেক সুনীল গাভাস্কারের। ঐতিহাসিক ইডেন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারানোর পর বিসিসিআই প্রধান সৌরভের প্রশংসা করে কোহলি বলেন, টেস্ট ক্রিকেট হল মানসিক লড়াইয়ের জায়গা। আমরা শিখেছি কীভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়। বিপক্ষকে চ্যালেঞ্জটা ফিরিয়ে দিতে হয়। আর এটা দাদার দলই শুরু করেছিল। আমরা শুধু সেটাকে এগিয়ে নিয়ে চলেছি। তবে বিষয়টি একদম পছন্দ হয়নি গাভাস্কারের। টিভি অনুষ্ঠানে বসে তিনি বলেন, সৌরভ এখন বিসিসিআই সভাপতি। তাই ওর সম্পর্কে ভালো কথা তো বলতেই হবে। বিরাটের এমন মন্তব্যের পরে অনেকের মনে হতেই পারে ভারতীয় ক্রিকেট বোধহয় শুরুই হয়েছে ২০০০ সালে অথবা ১৯৯৪-৯৫ সালে। বিরাট ১৯৮৮ সালে জন্মেছে, ফলে ওর পক্ষে জানা সম্ভব নয়, ভারতীয় দল সত্তর এবং আশির দশকেও কিন্তু সিরিজ জিতেছে, টেস্ট ম্যাচ ড্র করেছে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KSF3Ft
November 25, 2019 at 08:57AM
25 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top