কলকাতা, ১১ নভেম্বর - তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও শেষ দুটি ম্যাচে প্রত্যাশা মতো খেলতে পারেনি বাংলাদেশ। ২-১ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জনালেন, আশা পূরণ হয়নি, কিন্তু বাংলাদেশ খারাপ খেলেনি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় টাইগারদের। তারপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আট উইকেট ও ৩০ রানের পরাজয়। গতকাল রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে হারের পর পাপন বলেন, ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। কারণ ১২ ওভার পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম। আমার সবসময় মনে হয়েছে, আমরা জিতব। মুশফিকের আউটের পর আমরা বুঝতে পারলাম, তখন জোড়ায় জোড়ায় উইকেট পড়েছে। পরপর দুই বলে দুই উইকেট, এ রকম কখনো হয় না সাধারণত। সেদিক দিয়ে যদি চিন্তা করেন হেরে গেছে। এটাই ক্রিকেট, কিছু বলার নাই। খারাপ খেলেছে বলা যাবে না, তবে আমাদের আশা যে রকম ছিল সে রকম হয়নি। ভারতের বিপক্ষে এভাবে লড়াই করায় টাইগারদের প্রতি মুগ্ধ বিসিবি সভাপতি। তিনি বলেন, ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ এর আগে পাইনি তো, অনেক চেষ্টা করেছি। আমার আগে যারা ছিলেন তারাও চেষ্টা করেছেন। আজকে ইন্ডিয়ার যতজনের সঙ্গে বসেছি তারাও কল্পনা করেননি, বাংলাদেশের সঙ্গে এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। আগামী ১৪ নভেম্বর নাগপুর থেকে ইন্দোরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট খেলতে রিয়াদ-মুশফিকরা ইনদোরে পৌঁছাবেন আজ সোমবার দুপুরে। সূত্র : আমাদের সময় এন এইচ, ১১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WZtotq
November 11, 2019 at 06:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন