কলকাতা, ১১ নভেম্বর- পায়েল সরকার অভিনীত মুখোশ ছবির টিজার প্রকাশ করা হয়েছে। এতে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছেন পায়েল। হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে গিয়ে এক নারী চরিত্রের নানান দিক তুলে ধরতে চলেছেন পামেলা রূপী পায়েল। ছবিটি পরিচালনা করেছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। ছবিতে খানিকটা ধূসর ছোঁয়াও রয়েছে পায়েলের চরিত্রে। মুখোশের আড়ালে পায়েলের চরিত্রটি যে সত্যিই রহস্যময়ী, তার ইঙ্গিত মিলল টিজারেই। তা পামেলা সত্যি বলছেন না মিথ্যা? কতটাই বা যুক্তিযুক্ত তার অভিযোগ? সেই গল্প বলবে মুখোশ। পায়েলের জামাইবাবুর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এছাড়াও মুখোশ-এ অভিনয় করেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং নবাগতা অমৃতা হালদার। ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক ও সুজয়নীল। সম্পাদনায় অনির্বাণ মাইতি। মুখোশ-এর আড়ালে লুকিয়ে থাকা আসল অপরাধী কে? প্রকাশ্যে আসবে ডিসেম্বরে। আর/০৮:১৪/১১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rxCfqz
November 11, 2019 at 06:04AM
11 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top