কলকাতা, ২২ নভেম্বর - বল দেখতে সমস্যা হচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনের। ভিশন টেস্ট হওয়ার সময় ধরা পড়ল তার এ সমস্যা। ফলে ভারতের বিরুদ্ধে ইডেন টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষা কে করবেন তা নিয়েই চিন্তা বেড়েছে টাইগার শিবিরে। লিটনের যে গোলাপি বলে সমস্যা হচ্ছে, তা বুধবার সকালে বাংলাদেশের অনুশীলনেই বোঝা গিয়েছিল। নেট বোলার ইরফানের বলে নয় বার বোল্ড হয়ে যান তিনি। তার পরে এ দিন দৃষ্টি-পরীক্ষায় দেখা যায়, লিটন গোলাপি বল নাকি দেখতে পাচ্ছেন না। সমস্যা হচ্ছে। বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক যদিও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলে গেলেন, এখনও চূড়ান্ত দল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে বাংলাদেশ শিবিরে বিকল্প খোঁজাও শুরু হয়েছে বলে খবর। মোহাম্মদ মিঠুন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন। ফলে ইডেনে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে মিঠুনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। মোমিনুল মানছেন গোলাপি বলে ভারতীয় পেসারদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের ব্যাপার। তার কথায়, গোধূলিতে গোলাপি বলে খেলা কঠিন। তার উপরে ভারতের তিন বিশ্বমানের সেরা পেসারের বল খেলাটাও একটা চ্যালেঞ্জ। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qrz5EK
November 22, 2019 at 06:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top