মুম্বাই, ০৬ নভেম্বর - দেখতে দেখতে ৩১ বসন্ত পার করে ফেললেন বিরাট কোহলি। গতকাল মঙ্গলবার ৩২ বছরে পা দিয়েছেন তিনি। বিশেষ দিনটিতে লাখো কোটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ভারতীয় অধিনায়ক। অধিকাংশই তাকে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা জানিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল- স্ত্রী আনুশকা শর্মার টুইট। বিশেষভাবে সেটি নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। স্বামীর উদ্দেশে টুইটবার্তায় বলিউড সুন্দরী লেখেন- আমার বন্ধু, আমার সত্যিকারের ভালোবাসা। আশা করব, তুমি সেই আলো খুঁজে পাবে, যা তোমাকে জীবনে রাস্তা দেখাবে। আর প্রতিবার ঠিক কাজটাই করবে। এর পরে আরও একটি টুইটে আনুশকা লেখেন- তোমার সহমর্মিতা তোমাকে এত ভালো একজন নেতা করে তুলেছে। প্রার্থনা করব, এ গুণ তোমার মধ্যে যেন সবসময় দেখা যায়। শুভ জন্মদিন, আমার প্রিয়তম। সূত্র : যুগান্তর এন এইচ, ০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oN2wjw
November 06, 2019 at 07:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top