সিডনি, ৬ নভেম্বর- ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক ও বিশ্বের সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটসম্যানদের একজন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ক্রিকেট থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন তিনি। তার জায়গায় তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান রিশভ পান্থকেই প্রথম পছন্দ ভারতীয় নির্বাচকদের। তাই অনেকে ভারতীয় ভক্তই পান্থকে ভাবছেন তাদের ভবিষ্যৎ ধোনি। কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার আরেক কিংবদন্তী উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট পান্থকে ধোনির মত হতে বারণ করলেন। তিনি পান্থকে নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে বলেছেন তার সাথে শুধু ধোনির গুণাবলিগুলো নাড়াচাড়া করার পরামর্শ দিয়েছেন। কিন্তু ধোনি হতে চেষ্টা করা থেকে দূরে থাকতে বলেছেন। গিলক্রিস্ট বলেন, ধোনির কাছ থেকে শিখো পন্থ। মাহির মতোই খেলতে হবে- এ কথা মাথা থেকে ঝেড়ে ফেল। এর কোনো মানে নেই। তুমি তোমার চেষ্টাটা চালিয়ে যাও। অজি কিংবদন্তির দাবি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে শতরান করা পন্থ যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার। তার ওপর অযথা চাপ প্রয়োগ না করে তাকে স্বাভাবিক ছন্দে খেলতে দেয়া উচিত বলে মনে করেন তিনি। আর/০৮:১৪/০৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PREKOH
November 06, 2019 at 08:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন