ঢাকা, ১৬ নভেম্বর- জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও মালার কণ্ঠে এলো নতুন গান আনমনে। গানটি প্রকাশ হয়েছে ভিডিও আকারে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেল সিলভার স্ক্রিন-এ গানটি প্রকাশ করা হয়। আনমনে শিরোনামের এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন মালা নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। তানিম রহমান অংশুর পরিচালনায় বেশ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া। মিউজিক ভিডিওটি সম্পর্কে সিলভার স্ক্রিনের কর্ণধার শাহিন কবির বলেন, সিলভার স্ক্রিন জন্মলগ্ন থেকেই চেষ্টা করে আসছে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। এরই ধারাবাহিকতায় প্রডাকশন হাউজটির অনলাইন ঠিকানা সিলভার স্ক্রিন-এর যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সব কাজ এই চ্যানেলটিতেই দেখা যাবে। সবাইকে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানায়। শাহিন কবির বলেন, আগে গান শোনা যেতো। কিন্তু প্রযুক্তির এই যুগে গান শোনার সঙ্গে সঙ্গে দেখার ব্যবস্থাও হয়েছে। উন্নত দেশগুলোর মতো আমরাও কোনো অংশে পিছিয়ে থাকতে চাই না। তাইতো গান রেকডিংয়ের পাশাপাশি সেটির দৃশ্যধারণ করে শ্রোতা-দর্শকদের দেখার ব্যবস্থাও করা হয়েছে। নিজের নতুন গান নিয়ে তাহসান খান বলেন, ধন্যবাদ জানাবো যারা এই গানটির পৃষ্ঠপোষক। দ্বিতীয়তো ধন্যবাদ জানাই আপনাদের যারা এর প্রচারণার আহ্বানে এসেছেন। গানটি শুনে এবং দেখে আপনারা গানটি নিয়ে বিশ্লেষণ করবেন। সবশেষ ধন্যবাদ দিতে চাই সিলভার স্ক্রিনকে। কারণ মিউজিক ইন্ডাস্ট্রিতে যতো বড় বড় কোম্পানি আসবে ততো ভালো ভালো গান করার সুযোগ হবে আমাদের। সিলভার স্ক্রিনের শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উনার কারণেই আসলে গানটি রিলিজ পায়েছে। গানটি সম্পর্কে তাহসান বলেন, আপনারা যদি একটু পাশ্চাত্যের মিউজিক ভিডিও দেখেন। তাতে দেখতে পাবেন কোনো স্টোরি থাকে না। শুধু ফিল থাকে, কালারস থাকে, ইমোশন থাকে। আমার মনে হয় আমাদের এই গানটি ঠিক সেরকম কিছুই হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি তারা সবাই নিজেদের স্থান থেকে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। সিলভার স্ক্রিন প্রডাকশন থেকে ঢালিউডের দুই খান শাকিব খান এবং জায়েদ খানকে নিয়ে দুইটি চলচ্চিত্র নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটির এইতো প্রেম চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রী বিন্দুকে। এবং প্রেম করবো তোমার সাথে চলচ্চিত্রটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়া খুব শীঘ্রই সিলভার স্ক্রিন থেকে আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই দুইটি চলচ্চিত্রের নাম নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে। সবকিছু ঠিক থাকলে খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোর কাজ শুরু হবে। আর/০৮:১৪/১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xphnh1
November 16, 2019 at 08:20AM
16 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top