কলকাতা, ২২ নভেম্বর- সেই কুখ্যাত বডিলাইন সিরিজেও ব্যাটসম্যানদের বোধহয় এতটা অসহায় মনে হয় নি যতটা অসহায় বাংলাদেশের ব্যাটসম্যানদের লাগছে। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে ওয়াকাতে বল করছেন জেফ থমসন কিংবা ডেনিস লিলি আর ব্যাটিং নেমেছেন একাদশের এগার নাম্বার প্লেয়ার। মাথা-পাঁজর বরাবার ধেয়ে আসা প্রতিপক্ষের ফাস্ট বোলারদের বল সামলাতে পারছেন না, হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে দুই ব্যাটসম্যানকে। কলকাতা টেস্টের প্রথম দিনে (প্রথম সেশন বলাই ভালো) চোট পেয়ে ছিটকে গেছেন লিটন দাস ও নাঈম হাসান। ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পেয়ে লিটনকে যেতে হয়েছে হাসপাতালে। চোট এতটাই গুরুতর এই টেস্ট থেকেই তিনি ছিটকে পড়েছেন। লিটনের আঘাতের রেশ না কাটতেই আরেক দুঃসংবাদহাসপাতালে যেতে হয়েছে নাঈম হাসানকেও। মোহাম্মদ শামির বাউন্সার লেগেছে তাঁর মাথায়। বিসিবি জানিয়ে দিয়েছে, নাঈম আর নামছেন না। তাঁর কনকাশন (মাথায় আঘাতজনিত চোট) বদলি হিসেবে নেমেছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35kHEzM
November 22, 2019 at 04:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top